Skip to main content

Whey The Government Sector Are So Poor !

 মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী
Add caption

Whey The Government Sector Are So Poor !

ভাল ছাত্ররা কেন পুুলিশ বা আর্মীতে চাকুরী পায়না !!

কথা সত্য ! স্কুলের প্রথম ব্রেঞ্চের ছাত্ররা খুব কমই সরকারী চাকুরী পায় !! কেননা মেধার জোর থাকলেও তাদের শুপারিশের জোর থাকেনা ! তাইতো সরকারী সেক্টরে তাদের চাকুরীও হয়না ! হলেও হয় কোন প্রায়ভেট ফোর্মে অথবা প্রবসে ! আর পুলিশের চাকুরী হয় সব সময় পেছনের ব্রেঞ্চের ছাত্রের ! কারন ওদের মেধা না থাকলেও খুটির জোর আছে !! তাছাড়া ও যখন পুলিশের চাকুরী হয় তখন ভাল ছাত্র, মেধাবীরা পড়া লেখায় ব্যস্ত থাকে, নিজেকে বিকশিত করে, আগামীতে বড় কোন অফিসার হবার !! কিন্তু ! তাদের পড়ালেখা যখন শেষ, তখন পুলিশের কোটাও শেষ ! আর্মি এর কোটা শেষ ! সরকারী চাকরীর কোটাতো রিজাভ আছে, কোন নেতা, বড় বাবু, তথা , এলিট বা ধনীক মহাশয়ের অযোগ্য পুত্র বা নাতি বা ভাতিজা অথবা ভাগ্নী ইত্যাদির জন্য ! তাইতো মেধাবী মধ্যবিত্ত ছেলেটির আর সরকারী দপ্তরে আসা হয়না ! যেতে হয় প্রায়ভেট ফোর্মে ! ফলা ফল প্রায়ভেট সেক্টর লাভ করলেও সরকারী সেক্টর সবসময় লোকসান গুনতেই থাকে !! কেননা মেধা তো মেধাই তাইনা !! প্রত্যেকটা সেক্টরের ‍দিকে তাকান, সম অবস্তা দেখবেন !
যোগাযোগ সেক্টর ঃ বাংলাদেশ বিমান থেকে বাংলাদেশ রেলওয়ে অবন্থা ! বছর শেষে লোকশান ! সে ক্ষেত্রে বে সরকারী প্রকল্প কখনো তো লোকশান দিতে শোনা যায়না ! একটা বাস মালিক, একটা বাস থেকে হাজার দুহাজার বাসের মালিক হয় ! আর লোকশানের কারনে বি আর টিসি বন্ধ হয় ! ট্রেন বে-সরকারীতে দিলে তারা কি ভাবে লাভ করেন ? বাংলাদেশ বিমান লোকশান দিলেও বে সরকারী এয়ার ওয়েজ এত লাভ করে কি দিয়ে ! হাজারো শুবিধা নিয়ে সরকারী প্রতিটি সেক্টরে এরকম অবস্থা ! লোকশান আর লোকশান ! কিন্তু কেন? ভেবে দেখেছেন কখনো ? পক্ষাত্তরে সীমিত সুবিধা নিয়ে বে-সরকারী খাত ফুলে ফেপে উঠছে ! কারন কি? কারন একটাই , মেধাবীরা কখলো কোন সরকারী খাতে ভাল অবস্থানে যেতে পারে না ! যদিও বা যায় তবে, অফিসের চাপরাশী বা কারণিক ! মেধাবীদের জন্য এর চেয়ে ভাল চাকূরী আর হতেই পারেনা ! !
প্রশ্ন কিনে, বি সি এস ক্যাডার, মহামান্য বড় বাবু প্রথম শ্রেনীর কর্ম কর্তা ! অপরদিকে, মাষ্টার্স এর সনদ সুটকেসে রেখে, অষ্টম শ্রেনীর প্রধান শিক্ষকের সনদ নিয়ে নিয়েগ প্রাপ্ত তার ড্রাইভার ! তাইতো অফিসার এর ভূলে তথা অযোগ্যতায় প্রকল্প মার খেলেও ড্রাইভারের কারনে কখলো কোন সরকারী কর্মকর্তা মরেনাই !
সাবাস বাংলাদেশ !! সাবাস !!! আর এভাবেই ধুর.. ধান্ত.. ঘতিতে.. এগিয়ে চলছে বাংলাদেশ !! শুভ কামনা রইলো আগামী সুন্দর একটা সু-প্রভাতের জন্য !!


Whey The Government Sector Are So Poor !

(IN ENGLISH)

That's true ! First grade students of the school Very rarely get government jobs !! But, because of the merit, they do not have enough force! So they do not have jobs in the government sector! But it is either a forte or a foreword! And the police job is always behind the bench! Because they do not have talent, but there is a strong emphasis on the pillar !! Moreover, when the police is in the service, good students, the mercurial  are busy with the reading, they develop themselves, become a big officer in the future! But! When their studies are over, the police quota is over! The army's quota is over! There is a quota of government jobs, On leader, big babu, Cum, elite or wealthy son or grandson or nephew or niece, etc.! So the meritorious middle class boy and the government office does not come! Negative forums to go! The result of fruit production has been achieved but the government sector is always counting losses !! Because the merit is not merry! Look at every sector, you will see it!
Communication Sector: Bangladesh Railway from Bangladesh Biman ! Lock at the end of the year! In that case, the government official never heard of the project! A bus owner, a bus is owned by a couple of two thousand buses! BRTC is closed due to the loss! How do they benefit if the train is given to the non-official? Bangladesh air strike, but the government air wage so much profit! This situation in every sector of the government with thousands of facilities! Lashon and Lashon! but why? Have you ever seen? With the limited advantage of the non-government sector is spreading swollen! what's the reason? Because only one, the mercenaries can not go to a good position in any government sector! However, if you go to the office or the reason of the pressure! There is no better job for the meritorious! !
Buying questions, BCS cadre, great big babu first-class job officer ! On the other hand, Master Driver's suit with the certificates of the eighth grade teacher, keeping his certificate suitcase! Therefore, due to the inability of the officer, due to the ineligibility of the project, the driver dies due to the driver of a government official!
Sabas Bangladesh !! Sabas !!! And this way,  Dhu .. Best wishes for the next good one-good morning!




Popular posts from this blog

-ঃআল-কুরআনুল করীমঃ-

বিস‌মিল্লা‌হির রহমনুর রহিম -ঃআল-কুরআনুল করীমঃ- ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ বাংলা তরজমা ও সম্পাদনাঃ- শামসুল ‘উলামা বেলায়েত হোসেন  মাওলানা আবদুর রহমান কাশগরী  মুহম্মদ মাহমূদ মুস্তফা শা'বান  শামসুল উলামা মুহম্মদ আমীন 'আব্বাসী  ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্  প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ ডক্টর সিরাজুল হক ডক্টর কাজী দীন মুহম্মদ অধ্যক্ষ এ.এইচ. এম. আবদুল কুদ্দুস  মাওলানা মীর আবদুস সালাম অধ্যাপক শাহেদ আলী মাওলানা ফজলুল করীম  এ.এফ.এম. আবদুল হক ফরিদী  আহমদ হুসাইন  মাওলানা আলাউদ্দীন আল-আজহারী  মাওলানা মুহাম্মদ এমদাদ উল্লাহ্  হাফেজ মঈনুল ইসলাম আবুল হাশিম -ঃ৩য়সংস্করণের সম্পাদকমণ্ডলীঃ- ডক্টর সিরাজুল হক ডক্টর কাজী দীন মুহম্মদ জনাব আ.ফ.ম. আবদুল হক ফরিদী ডক্টর এ.কে.এম. আইউব আলী  ডক্টর মুহাম্মদ মুস্তাফিজুর রহমান ডক্টর এম. শমশের আলী জনাব দাউদ-উজ-জামান চৌধুরী জনাব আহমদ হুসাইন জনাব মাওলানা আতাউর রহমান খান জনাব মাওলানা ওবায়দুল হক জনাব আ.ত.ম. মুছলেহ্ উদ্দীন জনাব মোহাম্মদ ফেরদাউস খান জনাব মাওলানা রিজাউল করীম ইসলামাবাদী জনাব মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ জনাব এ.এফ.এম. আবদুর রহমান অধ্যাপক শাহেদ আলী  মুফতী মুহাম্মদ

বাংলাদেশের রাজনীাতি নাকি রাজনীতির বাংলাদেশ 01