Skip to main content

Posts

Showing posts with the label 2

**কোরানের আলোকে বেহেস্তের চাবিঃ বিশ্বাস ও সৎ কর্ম জান্নাতের ভিত্তি**

  ## কোরানের আলোকে বেহেস্তের চাবিঃ বিশ্বাস ও সৎ কর্ম জান্নাতের ভিত্তি ##  জে‌নে রাখা জরুরী;  নেকি / সাওয়াবের বিনিময়ে জান্নাত নয়, বা পাওয়া যা‌বেনা, বরং "বিশ্বাস ও সৎকর্ম করা এবং অসৎ কর্ম পরিত্যাগ করা" এর  বিনিময়ে জান্নাত মিল‌বে! বিশ্বাস হ‌লোনা তো! ‌কোরান কিন্তু তাই ব‌লে! নি‌জেই যাচাই করুন! ০১। [ সুরা-২  বাকারা ২:২৩ ] এতদসম্পর্কে যদি তোমাদের কোন সন্দেহ থাকে যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি, তাহলে এর মত একটি সূরা রচনা করে নিয়ে এস। তোমাদের সেসব সাহায্যকারীদেরকে সঙ্গে নাও-এক আল্লাহকে ছাড়া, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আল-বায়ান ০২। [ সুরা-২  বাকারা :২৪ ] আর যদি তা না পার-অবশ্য তা তোমরা কখনও পারবে না, তাহলে সে দোযখের আগুন থেকে রক্ষা পাওয়ার চেষ্টা কর, যার জ্বালানী হবে মানুষ ও পাথর। যা প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। আল-বায়ান ০৩। সূরা-২ বাকারা আয়াত- 25 আর যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে শুভ সংবাদ দিন যে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে নদী প্রবাহিত। আল-বায়ান ০৪। সূরা-২ বাকারা আয়াত : 62  নিঃসন্দেহে যারা মুসলমান হয়েছে এবং যারা ইহুদী, নাসারা ও সাবেঈ