Skip to main content

Posts

Showing posts from December, 2018

বুদ্ধিজীবিরা বোকার মতো নিজের দোষ মরেছে বিএনপি

বের হওয়ার অপেক্ষায় যাঁরা

বের হওয়ার অপেক্ষায় যাঁরা বিএনপি-জামাত জোট ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশ পরিচালনা করে। সেসময় এই জোটের বিরুদ্ধে নজিরবিহীন দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ লালন, প্রতিপক্ষকে ঘায়েলের জন্য সন্ত্রাসের প্রয়োগ ইত্যাদি নানা অভিযোগ উঠেছিল। বিএনপি-জামাতের ওই অপশাসনের কারণেই ২০০৭ সালে সেনা-সমর্থিত অনির্বাচিত একটি সরকার ক্ষমতা গ্রহণ করেছিল। দুই বছর ওই অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকার পর একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। ড. ফখরুদ্দীন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণের পর বিএনপির অনেক দুর্বৃত্তদের বিরুদ্ধেই ব্যবস্থা নিয়েছিল। অনেককে গ্রেপ্তারও করেছিল। গ্রেপ্তারকৃতদের অনেকেই সাজা ভোগ করেছেন। এদের মধ্যে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দাপটের সঙ্গে থাকা বেশ কিছু ব্যক্তিত্ব এখনো জেলে আছেন। এই ব্যক্তিরা শুধু বিএনপিকেই বিপদগ্রস্ত করেনি বরং বাংলাদেশকেও জঙ্গিবাদের রাজত্বে পরিণত করতে চেয়েছিল। বর্তমানে জেলে বন্দি এমন অনেকেই বিএনপি-জামাত নেতা ক্ষমতায় আসার প্রতীক্ষায় আছেন। কারণ বিএনপি ক্ষমতায় এলেই তাঁদের মুক্তি মিলবে। এই তালিকার শীর্ষে যাঁরা আছেন তারা হলেন: ১. বেগম খালেদা জিয়া: স্বৈরাচারের পতনের পর নব্বই

বাংলাদেশের রাজনীাতি নাকি রাজনীতির বাংলাদেশ 02

বাংলাদেশের রাজনীাতি নাকি রাজনীতির বাংলাদেশ 01

বাংলাদেশের রাজনীতি, নাকি রাজনীতির বাংলাদেশ, পর্ব - 01

বাংলাদেশের রাজনীতি , নাকি    রাজনীতির বাংলাদেশ , পর্ব - 01 বাংলাদেশের রাজনীতি অথবা রাজনীতির বাংলাদেশ,  কথা গুলো  আমরা যে  ভাবেই    বলি না কেন   মূল কথা  কিন্তু  শেষ পর্যন্ত  এক টাই !!   ভালো  নেই  বাংলাদেশ,  ভালো  নেই তার সতের কোটি মো ঃ জাহাঙ্গীর আলম চৌধুরী  জনগণ ।  বাংলাদেশের  বড় দুই রাজনৈতিক দলের যাঁতা কলে  ঘুরে   যেন  ফাটা বাঁশের  চিপায় আটেক আজ জিম্মি হয়ে পড়েছে   বাংলাদেশ,  তথা বাংলাদেশের আপারময়  জনগণ । আজ আমি মোহাম্মাদ জাহাঙ্গীর আলম চৌধুরী আমার এ ধারাবাহিক আলোচনায় যে প্রশ্নের উত্তর খোজার চেষ্টা করবো, তা হলো , বাংলাদেশের রাজনীতি নাকি রাজনীতির বাংলাদেশ। তাহ‌লে আর দে‌রি কেন সরাস‌রি চ‌লে আ‌সি আ‌লোচনায়। আমার নাম গনতন্ত্র !! আজ কোথা থেকে শুরু করবো ভাবছি , আমার মনে হয় 1991 সাল থেকে হিসাব করলেই ভালো হয় ! কেননা  আমি তখন 19 বছরের টগবগে যুবক , বহু কষ্ট ত্যাগ সাধনা আর আন্দলনের মাধ্যমে চাঁচার কাছ খেকে বুঝে নিলাম আমার সংসার !  ব্যাস সংসার এখন আমার, আমি চালাবো আমার মতো করে ! কিস্ত বাধ সাধলো মুরুব্বিরা ! তারা বল‌লো,  আরে না! এখও সংসার বোঝা টানার মতো যোগ্যতা হয়নি তোর,  পারবিনা তুই

বাংলাদেশের রাজনীতি, নাকি রাজনীতির বাংলাদেশ, পর্ব - 02

বাংলাদেশের রাজনীাতি , নাকি রাজনীতর বাংলাদেশ ,   পর্ব -02 মো ঃ জাহাঙ্গীর আলম চৌধুরী প্রশ্ন আর প্রশ্নের উত্তর  খুজছি আমি  বাংলাদেশের রাজনীাতি নাকি রাজনীতর বাংলাদেশ, কথাটা আমাদের সর্ব পরিচিত হলেও এর মাঝে লুকিয়ে আছে হাজোরো জানা অজানা প্রশ্ন আর উত্তর যা খুজে বের করে সামনে তুলে আনার চেষ্টা করছি আমি মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী ! আজ স্বাধীনতার  অর্ধ সেঞ্চুরীতে এসে আমাদের নতুন করে ভাবতে হচ্ছে। আমি 52 দেখি নাই. 69  ও দেখিনাই দেখিনাই নিষ্ঠুর 71 । আমি দেখেছি শৈরাচার. দেখেছি গনতন্ত্র, আজোও দেখা হলোনা স্বাধীনতার স্বর্ণলী ভোর । জানিনা কখনো আমরা স্বাধীনতার অমৃত সাধ পাবো নাকি অদৌ পাবোনা ! এ প্রশ্নের  উত্তর আমার জানা নাই । তবে আশা করতে তো কোন বাধা নেই ! শুনেছি এ আশাতেই নাকি 30 লক্ষ্য বাঙ্গালী তাদের তাজা প্রাণের বিনিময়ে ছিনিয়ে নিয়ে এসেছিল স্বাধীনতা নামক সোনার হরিণটাকে। যেখানে চাওয়া পাওয়ার  এবং আশা প্রত্যাশার ঝুড়িটাও অনেকটা বড়। কিন্তু  আজ স্বাধীনতার  অর্ধ সেঞ্চুরীতে এসে হিসাব নিকাশের হাল-খাতায় বসে, খাতার পাতা উল্টে পাল্টে দেখছি , হতাশা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই তাতে। হায়রে স্বাধীনতা !! কোথায় তুম

নির্বাচন-2018, কে হচ্ছেন আগামী দিনে বাংলাদেশের প্রধান মন্ত্রী

  বাংলাদেশের রাজনীতি, নাকি রাজনীতির বাংলাদেশ, পর্ব - 03 আজকের বিষয় ঃ নির্বাচন 2018   মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বচন 2018 । এবার  খেলার মাঠের পরিস্থিতি এবং বাস্তবতা সম্পূর্ন অলাদা । খেলার কৌশল ও আলাদা । দেশে রাজৗনতিক দলেরর অভাব না থাকলেও মাঠে নামছে সবাই জোট বদ্ধ ভাবে। পুরাতুন জোট মহাজোটের খেলা দেখার সৌভাগ্য আমাদের হয়েছে!! তাই এবার নতুন ইমেজের নতুন চমক, মহাজোট বনাম ঐক্য ফ্রন্ট। মনে হচ্ছে খেলা জমবে ভাল । নির্বচনী হাওয়ায় জনতাও বেশ চনমনে আমেজে ।  ফলাফল  এখনো অনেক দেরি।  এরই মধ্যে চলছে হিসাব নিকাশ , তথ্য উপাত্য সংগ্রহ আর হিসাব নিকাশের কাজ। আলোচনা সমালোচন, আর মন্তব্যে পরিস্থিতি গুমোট । হিসাব নিকাশ, আলোচনা সমালোচন, আর মন্তব্যের মধ্যে লক্ষ কোটি প্রশ্নের সেরা যে প্র্রশ্ন , কে হচ্ছে  বাংলাদেশেরে  আগামী  দিনের  প্রধান মন্ত্রী !! খালেদা জিয়া ! তারেক জিয়া !! ডঃ কামাল !!! শেখ হাসিনা নাকি মীর্জা ফখরুল হোসেন !! নাকি আমাদের  জাতীয় চাচা এরশাদ !!! বাংলাদেশের  রাজনীতিক ইতিহাসের শেষের 27 বছরের মধ্যে সবচেয়ে  উল্লেখ যোগ্য এবং স্বরন যোগ্য একটা নির্বাচন হতে চলছে 2018 সালের নির্বাচন !! রাজনী