Skip to main content

Posts

Showing posts from March, 2023

আল কোরানের মতে আরবরা কি বা তারা কেমন, আসুন তা এক ঝলক জেনে নেয়া যাক!!

 আল-আরাবু মানে আরবগণ; বেদুঈন নয় আরবগণের চিরস্থায়ী কপটতা থেকে সাবধান! আরবরা কুফর ও মোনাফেকীতে অত্যন্ত কঠোর হয়ে থাকে এবং এরা সেসব নীতি-কানুন না শেখারই যোগ্য যা আল্লাহ তা’আলা তাঁর রসূলের উপর নাযিল করেছেন। বস্তুতঃ আল্লাহ সব কিছুই জানেন এবং তিনি অত্যন্ত কুশলী। সুরা তওবা আয়াত নং ৯৭  ১. ভুমিকাঃ ২. কুরআনে নিন্দিত আরবগণ  কীভাবে শুধুমাত্র   বেদুঈন হয়ে গেল? ৩.  বেদুঈন  ও   মরুবাসী বুঝানোর জন্য কুরআনে আলাদা শব্দ আছে ৪. আরবগণ সম্পর্কিত ১০ টি আয়াতের সার সংক্ষেপ ৫. উপসংহার ভুমিকাঃ- মসজিদের মিম্বর, ওয়াজের জলসা বা মাহফিল, ইসলামী আন্দোলনের মঞ্চ আর তথাকথিত পীর-মুজাদ্দেদের দরবার থেকে আমজনতা কখন ও কী এইজাতীয় বক্তব্য শুনতে পেয়েছেযে,- ক. আরবজাতি কুফুরী ও মুনাফিকীতে বড়ই কঠোর ও সিদ্ধহস্ত খ. আরবজাতি অজ্ঞ থাকতেই বদ্ধপরিকর গ. আরবগণ বড়ই মিথ্যাবাদী,আর ঘ. আরবজাতি অলস,কর্মবিমুখইত্যাদি  সবগুলো প্রশ্নের সাধারণ উত্তর হবে- না। অথচ এগুলো কুরআনে আরবজাতি সম্পর্কে আল্লাহর সুস্পষ্ট সাধারণ ঘোষণা। আল্লাহ যেমন এটিকে রাখ ঢাক না করে খোলাসা করেছেন,আমাদেরকে এটি জনসম্মুখে বলতে হবে; এর আলোচনা হতে হবে। এগুলো পরনিন্দা, পরচর্চা বা গীব

What is an atom?

  What is an atom? Nucleus, protons and electrons: পরমাণু পদার্থের মৌলিক একক এবং উপাদানগুলির সংজ্ঞায়িত কাঠামো। "পরমাণু" শব্দটি অবিভাজ্য গ্রিক শব্দ থেকে এসেছে, কারণ একসময় মনে করা হত যে পরমাণু মহাবিশ্বের সবচেয়ে ছোট জিনিস এবং ভাগ করা যায় না। আমরা এখন জানি যে পরমাণু তিনটি কণার সমন্বয়ে গঠিত: প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন - যা কোয়ার্কের মতো এমনকি ছোট কণার সমন্বয়ে গঠিত। 13.7 বিলিয়ন বছর আগে বিগ ব্যাং এর পর পরমাণু তৈরি হয়েছিল। গরম, ঘন নতুন মহাবিশ্ব শীতল হওয়ার সাথে সাথে কোয়ার্ক এবং ইলেকট্রন গঠনের জন্য পরিস্থিতি উপযুক্ত হয়ে ওঠে। কোয়ার্কগুলি একত্রিত হয়ে প্রোটন এবং নিউট্রন তৈরি করে এবং এই কণাগুলি একত্রিত হয়ে নিউক্লিয়ায় পরিণত হয়। CERN অনুসারে এই সব মহাবিশ্বের অস্তিত্বের প্রথম কয়েক মিনিটের মধ্যে ঘটেছে। ইলেকট্রনগুলিকে ধীর করার জন্য মহাবিশ্বকে যথেষ্ট শীতল হতে 380,000 বছর লেগেছিল যাতে নিউক্লিয়াস তাদের প্রথম পরমাণু গঠনের জন্য ধরতে পারে। জেফারসন ল্যাবের মতে, প্রথম দিকের পরমাণুগুলি ছিল মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম, যা এখনও মহাবিশ্বের সবচেয়ে প্রচুর উপাদান। মহাকর্ষ অবশেষে গ্যাস

কোরানের আলোকে বিবাহ, সংসার ও তালাক এবং ভরন পোষনঃ-

  কোরানের আলোকে বিবাহ, সংসার ও তালাক এবং ভরন পোষনঃ - ভূ‌মিকাঃ সং‌ক্ষে‌পে বল‌লে বিবাহ মূলত একটা চু‌ক্তি। এটা মূলত একজন নারী ও পুরু‌ষের মা‌ঝে সহমর্মীতা ও সহ‌যোগীতার ‌ভি‌ত্তি‌তে শর্ত স্বা‌পে‌ক্ষে সম্পা‌দিত হয়ে থা‌কে।  য‌দিও আমাদের বাঙালি মুসলিদের বৈবাহিক জীবনটা হিন্দু ট্রাডিশন ফলো করে থাকে! আমাদের স্ত্রীগন যখন আমাদের সংসারে আসে তখন সে এটাকে আমৃত্যু ধ্যান জ্ঞান মনে করে নেয়! এসেই তারা স্বামীর নামটা নিজের নামের সাথে জুড়ে নেয়! ঘরের খাট পালঙ্কের মত নিজেও একদম ফিক্সড হয়ে যায়। আর পতিকে, পতিঈশ্বর ভেবে পরমভক্তি দেওয়া শুরু করে দেয় ! কিন্তু ইসলাম একজন স্ত্রীকে এতোটা অসহায়ত্বের মধ্যে ফেলে দেয়না! এখানে বিবাহ একটা চুক্তি মাত্র! এখানে স্বামী/স্ত্রী দু'জনেই স্বাধীন, একাধীক বিবাহ করার অধিকার দুজনই রাখে! বনিবনা না হলে তালাক দিয়ে দু’জনই আলাদা হয়ে যাওয়ার অধিকার এখানে দু'জনেরই আছে! কিন্তু, আমাদের বাঙালি সমাজে স্ত্রীগণ শশুড় বাড়ীর শত যন্ত্রনা সয্য করে পড়ে থাকে, বহু চড়াই উৎরাই পাড়ি দিয়ে যখন সন্তানের মা হয়ে যায় তখন সে একটি সুপার পাওয়ার পেয়ে যায়! সন্তানকে সামনে রেখে শশুড়বাড়ির সকল ঘাত-প্রতিঘাত প্রতিহত করতে